Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ৭৫ বছরপূর্তি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময়

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ৮:০৭ পিএম | আপডেট : ৮:৫৬ পিএম, ১৭ জানুয়ারি, ২০২১

সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা সিলেটের একটি প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ। দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত আলিম-উলামা সৃষ্টিকারী এ মাদরাসা আগামী ২০২৩ সালে পূর্ণ করতে যাচ্ছে সফলতার ৭৫ বছর।
শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর স্মৃতি বিজড়িত ও প্রথিতযশা আলিমে দ্বীন আশিকে রাসূল হযরত আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (র.) কর্তৃক ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসা আগামী ২০২৩ সালে উদযাপন করতে যাচ্ছে ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে দেশ ও বিদেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ১৭ জানুয়ারি, ২০২১ইং রোববার, সকাল ১১ টায় মাদরাসা কনফারেন্স হলে সাবেক বিশিষ্ট ছাত্রবৃন্দের সাথে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান'র সভাপতিত্বে এবং সদস্য সচিব ও মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কামাল বাজার ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম মনোয়র আলী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার।

সভায় মাদরাসার সাবেক বিশিষ্ট ছাত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্ণিংবডির সহ-সভাপতি মাস্টার রইছ উদ্দিন, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, শাহজালাল ব্রাহ্মণগাঁও ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, সোনাতলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, এলাহাবাদ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোঃ হুসাইন, আক্তাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল হক, আমরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোঃ ইব্রাহিম, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি ও হুসাইনিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা আখতার হোসাইন জাহেদ।

সভায় আরো উপস্থিত ছিলেন কুরুয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী, হবিবপুর ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুল করিম ফারুকী, সুনামগঞ্জ দ্বীনী আলিম মাদরাসার প্রভাষক মাওলানা আবু তাহির মোঃ খালিদ, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার প্রভাষক আলী আসগর খান, গোবিন্দনগর ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুল আজিজ, কালারুখা লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, গাবুরগাঁও দাখিল মাদরাসার সুপার কামরুজ্জামান, নরসিংপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান, টিবিগেইট দাখিল মাদরাসার সুপার সৈয়দ কুতুবুল আলম, চান্দুশাহ (র.) দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, চামতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা কাজী আব্দুল মুকিত, ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান ও মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ। এসময় অনুষ্ঠিতব্য ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানের দৃষ্টিনন্দন লগো উন্মোচন করেন অতিথিবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ