Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আধিপত্য নিয়ে সংঘর্ষ

গোপালগঞ্জে আহত ৬

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দু’টি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চরবয়রা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা চরবয়রা গ্রামের ওয়াদুদ ফকিরের দুই ছেলে ফারুক ফকির (১৭), মারুফ ফকির (২৫) ও নূর মোহাম্মাদ ফকিরের ছেলে রুহুল ফকির (১৮)। চরবয়রা গ্রামের এহিয়া ফকির বলেন, গোবরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চরবয়রা গ্রামের মুরশিদ মোল্লা এবং ওয়াদুদ ফকিদের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার সকালে রুহুল ফকির, ফারুক ফকির ও মারুফ ফকির তাদের অসুস্থ দাদীকে দেখার উদ্দেশে চাচার বাড়িতে যাচ্ছিলেন। ইউপি সদস্য মুরশিদ মোল্লার বাড়ির সামনে পৌঁছালে মুরশিদের বড় ভাই মারুফত মোল্লার নেতৃতে তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অর্তকিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলায় ওই তিন জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ইউপি সদস্য মুরশিদ মোল্লার কথা বলতে রাজি হননি। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের চরকুশলী গ্রামে মহিলাসহ ৩ জন গুরুতর আহত হয়। আহতরা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সংঘর্ষে আহত মিলন শেখ বলেন, আমাদের পৈতিক সম্পত্তির ওপর ঘর নির্মাণ করতে গেলে আপন চাচা স্থানীয় প্রভাবশালী বদর শেখ ও তার ছেলেরা হামলা চালায় এবং দখল নেয়ার চেষ্টা চালায়। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে ঘরবাড়ি ভাঙচুর করে। এতে আমার ভাই নূর আলম গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আমরা টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আধিপত্য

১৮ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ