টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ভারতীয় প্রতিনিধি দলের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় নৌ বাহিনীর একটি
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যায় বিস্ফোরক আইনের মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় খুলনায় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জাহিদ, নজু ওরফে রিপন, রিমন ও স্বাধীন। মাসুম ওরফে জাহাঙ্গীর নামে অপর এক আসামি পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বালু নিহত হন। ২৮ খুলনা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।