Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সম্পন্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ৬:৪৪ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে থাকা সেনা প্রত্যাহারের অংশ হিসেবে সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা অনুযায়ী জানুয়ারির মাঝামাঝি সেনাদের প্রত্যাহার সম্পন্ন করা হয় বলে ইউএস আফ্রিকা কমান্ড জানিয়েছে।

এছাড়া আফগানিস্তান ও ইরাক থেকেও সেনা প্রত্যাহার করা হবে বলে রয়টার্সকে আজ মঙ্গলবার জানিয়েছেন এক কর্মকর্তা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ায় প্রায় ৭০০ মার্কিন সেনা রয়েছেন। তারা সেখানে আল-কায়েদার সঙ্গে যুক্ত আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রে সোমালিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতির বিষয়টি তেমন আলোচিত না হলেও আল-কায়েদার বিরুদ্ধে পেন্টাগনের বৈশ্বিক যুদ্ধে এই সেনা উপস্থিতিকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

উল্লেখ্য, সোমালিয়ায় ১৯৯১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। ক্রমে সেখানে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বাড়ে। সূত্র : ভয়েস অফ আমেরিকা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোমালিয়া-যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ