স্বর্ণের দামে বড় পতন

মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। এর ধারাবাহিকতায় গেল
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমদে জামালকে পরিচালনা পরিষদের পরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে তাকে কেন্দ্রীয় ব্যাংক পরিষদের নির্বাহী কমিটির সদস্য করে সোমবার (১৮ জানুয়ারি) আদেশ জারি করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আগামী তিন বছরের জন্য আহমদে জামালকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে তিন জন ডেপুটি গভর্নর রয়েছেন। এর মধ্যে আহমদে জামাল ১ নম্বর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক এবং পরিষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।