Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেলিভিশনে চালানোর জন্য সিনেমা নির্মাণ করবো কেন?-ডিপজল

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল তার নতুন সিনেমা ‘মানুষ কেন অমানুষ’-এর শুটিং শুরু করেছেন। গত ১৫ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং সাভারস্থ তার শুটিং হাউসে চলছে। সুস্থ হয়ে ডিপজলের সিনেমায় কাজ করা নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গণে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। কারণ, সবাই জানে ডিপজলের সিনেমা মানে ভিন্ন ধারার গল্পের এবং বিগ বাজেটের। তার সিনেমা মানে ভিন্ন কিছু। করোনাকালে চলচ্চিত্রের দুরবস্থার মধ্যে তার সিনেমা নির্মাণকে সবাই ইতিবাচক হিসেবে দেখছে। অনেকে বলছেন, এতে বেকার হয়ে পড়া কলাকুশলী, টেকনিশিয়ান ও অন্যান্যদের কিছুটা হলেও কাজ করার সুযোগ হবে। ডিপজলের মতো অন্যান্য প্রযোজকরাও যদি বিগ বাজেটের সিনেমা নির্মাণ শুরু করেন, তাহলে চলচ্চিত্র আবার জেগে উঠবে। এদিকে ডিপজল শুধু এই একটি সিনেমা নয়, পরপর আরও সাতটি সিনেমা নির্মাণ করবেন। এতে সিনেমাও গতিশীল হয়ে উঠবে। তবে সম্প্রতি কিছু অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, ডিপজল ‘মানুষ কেন অমানুষ’ সিনেমাটি টেলিভিশনের জন্য নির্মাণ করছেন। এতে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, আমি কেন টেলিভিশনের জন্য সিনেমা বানাব। কোটি টাকা বিনিয়োগ করে কেউ কি টেলিভিশনে চালানোর জন্য সিনেমা বানায়? আর আমি ডিপজল সিনেমা নির্মাণ করি সিনেমা হলে চালানোর জন্য। হলের দর্শকের জন্য। দর্শক সিনেমা হলে গিয়ে আমার নতুন সিনেমা দেখবে, এটা নতুন কিছু নয়। আর সিনেমা যদি টেলিভিশনের জন্য হতো, তাহলে কেউ আর নাটক বানাতো না। সবাই সিনেমাই বানাত। এমনিতেই আমার অনেক সিনেমা প্রতিদিন কোনো না কোনো টেলিভিশনে প্রচার হয়। দর্শক ব্যাপক আগ্রহ নিয়ে দেখে। পুরনো সিনেমার প্রতি তাদের যে আগ্রহ নতুন সিনেমার প্রতি তাদের আগ্রহ আরও অনেক বেশি থাকা স্বাভাবিক। কাজেই আমি টেলিভিশনে চালানোর জন্য কোনো সিনেমা বানাচ্ছি না, কখনো বানাবও না। হ্যাঁ, নতুন সিনেমাটির সাথে মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল নাইনের সাথে কথা হয়েছে। পৃথিবীতে এখন অনেক সিনেমার সাথে মিডিয়া পার্টনার এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবেও যুক্ত হয়। তার মানে এই নয়, সিনেমাটি টেলিভিশনে মুক্তি দেয়ার জন্য বানানো হয়। আগে সিনেমা হলে দর্শকের দেখার অনেক পরে টেলিভিশনে চালানো হয়। আমার নতুন সিনেমাটিও হলে মুক্তি পাওয়ার পর পরবর্তীতে যদি কোনো চ্যানেল চালাতে আগ্রহ প্রকাশ করে এবং তার সাথে বনিবনা হয়, তাহলে সিনেমাটি টেলিভিশনে চালানো যেতে পারে। সিনেমা হলে মুক্তির আগে বা মুক্তির সময়ে নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিপজল

১৭ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ