ফেরীঘাটে ট্রাক নদীতে পড়ে চালক নিহত

রোববার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরির পন্টুন থেকে ট্রাক নদীতে পড়ে এর চালক নিহত হয়েছেন।
গত কয়েকদিনের মতো আজও ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সোমবার রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির বাংলবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জামিল এ তথ্য জানিয়েছেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো।
দুর্ঘটনা এড়াতে সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মানদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।
এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জামিল জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।