মাগুরার বরুনাতৈল গ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
মাগুরা শহরের পার্শ্ববর্তী বরুনাতৈল এলাকার দিনমজুর আকামত মোল্ল্যাকে (৫৫) তুচ্ছ ঘটনায় একই এলাকার যুবক ইশা শেখ (২৬) উপর্যপরি ছুরিকাঘাতে হত্যা করেছেন। নিহত আকামত বরুনাতৈল গ্রামের
নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামে মঙ্গলবার সকালে ডোবার পানিতে পড়ে ১৮ মাসের হামজা মিয়া নামক এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কাইটাইল গ্রামের রাসেল মিয়ার ছেলে হামজা মঙ্গলবার সকালে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। আধাঘন্টা খোজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় শিশু হামজার লাশ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত মদন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী বুশরা আমীনা তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।