Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘এটা আমার জীবনে অন্যতম সেরা দিন’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ৩:১৯ পিএম

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ৩২ বছরের অপরাজিত থাকার রেকর্ড দুমড়েমুচড়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নিল ভারত। ৩২ বছর পর গ্যাবায় টেস্ট হারের স্বাদ পেল অজিরা। সিরিজ নির্ধারণী টেস্টে অজিদের ৩ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এই জয়ে ২-১ এ সিরিজ জিতে নিল আজিঙ্কা রাহানের দল।

চতুর্থ টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ঋষভ পন্থ, ১৩৮ বলে ৮৯ রান করেন তিনি। ম্যাচের সেরা হয়ে ঋষভ বলেন, ‘এটা আমার জীবনে অন্যতম সেরা দিন। আমি যখন প্রথম একাদশে ছিলাম না তখনও দলের সকলের থেকে যে সাহায্য পেয়েছি সেটা অসাধারণ।’

প্রথম টেস্টে অ্যাডিলেডে লজ্জার হারের পর ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। পন্থ বলেন, ‘আমরা প্রথম টেস্টের পর অনুশীলনে জোর দিয়েছিলাম। টিম ম্যানেজমেন্ট সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আমায় ম্যাচ উইনার হিসেবে ম্যাচ জিতিয়ে আসতে বলেছেন। আমি সেটা করতে পেরে আমি খুব খুশি।’

তবে টেস্টের পঞ্চম দিনে গ্যাবায় অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করা যে সহজ ছিল না তা পরিষ্কার জানান ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান। ‘আজ পঞ্চম দিন তাই বল ঘুরছিল। খেলা সহজ ছিল না। আমি ঠিক করেছিলাম আমায় সঠিক শট খেলতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ