Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিউনিসিয়ায় সেনা ও পুলিশ মোতায়েন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

 উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় চলমান বিক্ষোভে সোমবার এক হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া, টানা তিন দিনের বিক্ষোভ নিয়ন্ত্রণে রাতে তিউনিসিয়ার বিভিন্ন শহরে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সেনাবাহিনী মোতায়েনের পর সারাদেশের পরিস্থিতি শান্ত হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি বলেন, উত্তরে বিনজার্তে, প‚র্বের সুসা এবং কেন্দ্রীয় তিউনিসিয়ায় কাসরিন ও সিলিয়ানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্যের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ দিকে সোমবার তিউনিসের বুরগুইবা অ্যাভিনিউতে বিক্ষোভকারীরা জড়ো হয়ে আগের দিন গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানায়। এ সময় ‘ভয় নয়, রাস্তা জনগণের’ সেøাগান দিতে থাকে তারা। বিক্ষোভকারীদের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করা হয়নি বা কোনো রাজনৈতিক দলকেও তাদের সমর্থনে দেখা যাচ্ছে না। এই বিক্ষোভ চলমান থাকা বা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আল-জাজিরা, আরব নিউজ।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ