Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসরাইলের সঙ্গে সিরিয়ার বৈঠকের খবর : প্রত্যাখ্যান দামেস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ইসরাইলের সঙ্গে বৈঠকে বসার খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দামেস্ক বলেছে, যেসব ‘ভাড়াটে গণমাধ্যম’ এ ধরনের মিথ্যাচার করছে তারা গোটা মধ্যপ্রাচ্যেকে ইসরাইলের পশ্চিমা মিত্রদের দলে ভেড়াতে চায়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, “কিছু গণমাধ্যম ইসরাইল-সিরিয়া বৈঠক হওয়ার যে ভিত্তিহীন খবর প্রচার করেছে আরব প্রজাতন্ত্র সিরিয়া কঠোর ভাষায় তা প্রত্যাখ্যান করছে। পৃথিবীর কোনও স্থানে এমন কোনও বৈঠক হয়নি। বিবৃতিতে বলা হয়, ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সিরিয়ার দীর্ঘকালের কঠোর অবস্থান সম্পর্কে জনমনে সংশয় সৃষ্টি করার অশুভ উদ্দেশ্যে কিছু ভাড়াটে গণমাধ্যম এ ধরনের মিথ্যাচার করছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী গোটা গোলান মালভ‚মি ও ফিলিস্তিনি ভূখন্ড ইহুদিবাদীদের জবরদখলমুক্ত করার ম‚লনীতি থেকে দামেস্ক কখনো সরে আসবে না। ইসরাইলের সঙ্গে যেসব মুসলিম দেশ সম্পর্ক স্বাভাবিক করার জন্য লাইনে দাঁড়িয়েছে সেসব দেশ সিরিয়া সম্পর্কে এ ধরনের উদ্ভট খবর প্রচার করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সোমবার সিরিয়ার সরকারবিরোধী কিছু আরব পত্রিকা দাবি করেছিল, প্রেসিডেন্ট বাশার আাল-আসাদ স¤প্রতি সেদেশের হামেইমিম বিমান ঘাঁটিতে ইসরাইলের একটি সামরিক ও নিরাপত্তা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। সানা।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ