জমি ফেটে চৌচির বোরো আবাদ ব্যাহত

প্রবাদ আছে ‘মাঘে-মেঘে দেখা’। কিন্তু এ বছর মাঘে-মেঘের দেখা নেই। মাঘ পেরিয়ে ফাল্গুনের ১৭ দিন
নাটোরের মল্লিকহাটি থেকে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে র্যাব। গত সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নাটোর সদর থানার মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে র্যাবের একটি দল নাটোর সদর উপজেলার মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাজা ও কলকিসহ তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিকর জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা থেকে এসে উক্ত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।