Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুচকাওয়াজে প্রথম নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথম মহিলা ফাইটার জেট চালক হিসাবে অংশ নিতে চলেছেন ভাবনা কান্থ। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ট্যাবলোর অংশ থাকবেন তিনি। যেখানে মূলত তুলে ধরা হবে মেক ইন ইন্ডিয়ার আদর্শ। ভারতীয় বিমান বাহিনীতে যে ৩ জন মহিলা চালকের স্থান হয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছেন ভাবনা।

ভাবনা বলেছেন, ‘ছোটবেলা থেকে টেলিভিশনে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখা আমাদের অভ্যাস। এখন গর্বের বিষয় আমি সেই কুচকাওায়াজে অংশ নিতে পারছি। রাফাল বা সুখোইয়ের মতো ফাইটার জেট চালাতে দিলেও আমি ভীষণ আনন্দিত হব।’ কুচকাওয়াজে থাকবে এলসিএ তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার, রোহিনী র‌্যাডার, আকাশ মিসাইল ও সুখোই ৩০এমকেআই। অন্য দিকে, এ বারের প্রজাতন্ত্র দিবসের দিন প্রথমবারের জন্য আকাশে উড়তে দেখা যাবে রাফাল বিমান। একটি বিশেষ আকারের ফর্মেশন গড়ে এই রাফাল বিমানগুলি আকাশে উড়বে ২৬ জানুয়ারির অনুষ্ঠানে। এ ছাড়া, এ বার সন্মানিত হবে ভারতীয় বিমানবাহিনীর ঐতিহ্যশালী বিমান ডাকোটা। ১৯৭১-এর যুদ্ধে এই বিমানটি ব্যবহার করা হয়েছিল। অংশ নেবেন বাংলাদেশের সেনাবাহিনীর একটি দলও, পাকিস্তানের বিরুদ্ধে মুক্তি যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে। সূত্র : হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ