Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগী

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন বিভিন্ন রোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করছেন রোগীরা। আক্রান্ত রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালের ইনডোর ও আউটডোরে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪শত রোগী চিকিৎসা নিচ্ছে।ঠান্ডাজনিতকারণে প্রতিদিন গড়ে ২০/৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে ৪০ জন, শিশু বিভাগের ভর্তি আছে ৬৫ জন।
ব্রাহ্মণবাড়িয়া জেনালের হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার মো. শওকত হোসেন জানান, হাসপাতালে অ্যান্টিবায়োটিক ও স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঠান্ডাজনিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ