Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলমান আন্দোলন কেবল তো শুরু : হুংকার ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১০:৩৮ এএম

হোয়াইট হাউসের উদ্দেশে রওনা হয়েছেন বাইডেন। বাংলাদেশ সময় বুধবার রাতের বেলায় ক্যাপিটল ভবনের সামনের চত্বরে তার অভিষেক অনুষ্ঠান হবে।

আর বিদায়ী ভাষণেও হুংকার দিতে ছাড়েননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের কথা জানালেও তিনি বলেন, চলমান আন্দোলন কেবল তো শুরু।

ট্রাম্প বিদায়ী ভিডিও ভাষণে বলেন, ‘এখন আমরা বুধবার দুপুরে নতুন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছি। আমি আপনাদের জানিয়ে দিতে চাই- চলমান আন্দোলন কেবল তো শুরু।’

অবশ্য নতুন প্রশাসনের জন্য শুভ কামনা জানিয়ে তাদের সৌভাগ্য প্রার্থনা করেন তিনি।

এ সময় ট্রাম্প আরও বলেন, ‘আমরা যা করতে এসেছিলাম, সেগুলো তো করেছিই, আরও অনেক কিছু করেছি।’

ইউটিউবে পোস্ট করা ভিডিও ভাষণে বিদায়ী প্রেসিডেন্ট বলেন, তিনি অনেক কঠিন লড়াইয়ের মোকাবিলা করেছেন, সবচেয়ে শক্ত লড়াই।’

গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হলেও এখনো সেই ফলাফল পুরোপুরি মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল তার কাছ থেকে ‘চুরি করে নেওয়া হয়েছে’ বলে বিদায়ী ভাষণেও উল্লেখ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ