কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ

কারাগারে থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর চা বাগানে সাউন্ড বক্স নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের দায়ের কুপে বড় নিহত হয়েছেন। ছোট ভাইকে স্থানীয়রা আটক করে দা সহ পুলিশের কাছে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার কিছু আগে মির্জাপুর চা বাগানের ঝর্ণা টিলা দক্ষিণ লাইনে ঘটনাটি ঘটে।
বড় ভাই রঞ্জিত কৈরার স্ত্রী একটি সাউন্ড বক্স তার দেবর সঞ্জিত কৈরার কাছে চাইলে দিতে রাজী হয়নি। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। বড় ভাই রঞ্জিত কাজ থেকে ফিরলে স্ত্রীর কথা শোনে ছোট ভাইকে জিজ্ঞেস করতে গেলে ছোট ভাইয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে বড় ভাইকে কপালে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীরা গুরুত্বর অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে এলাকাবাসী হত্যাকারী সঞ্জিত কৈরাকে দা সহ আটক করে পুলিশ সোপর্দ করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারীকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।