নওগাঁর মহাদেবপুরে গ্যাস বড়ি সেবনে গৃহবধূর আত্মহত্যা
সোমবার (৮ মার্চ) বিকেলে নওগাঁর মহাদেবপুরে ছামেনা খাতুন (৪৮) নামে এক গৃহবধূ ছেলের উপর অভিমান করে ইঁদুর মারা কীটনাশক জাতীয় গ্যাস বড়ি সেবন করে আত্মহত্যা
টানা ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় ৪ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা রয়েছে।
এর আগে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।