খুলনায় সমাবেশে দেয়া বক্তব্যের জন্য দুদুর দুঃখ প্রকাশ

খুলনার সমাবেশে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এড. আব্দুল্লাহ আল মামুন হিরাকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।