Inqilab Logo

ঢাকা শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১৪ ফাল্গুন ১৪২৭, ১৪ রজব ১৪৪২ হিজরী

‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উদযাপনে ১ম সভায় বসলো সিলেট বিএনপি পরিবার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৬:০১ পিএম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট বিভাগের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার ) দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত প্রস্ততিমূলক প্রথম সভায় প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শীঘ্রই কেন্দ্রীয় স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির নির্দেশনা এবং পরামর্শে সিলেট বিভাগের জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে উদযাপন কমিটি গঠন করা হবে। সভার সভাপতি, স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিলেট বিভাগের আহবায়ক ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপি পরিবার আজ ঐক্যবদ্ধ। স্বাধিন সার্বভৌম বাংলাদেশের স্বাধিনতা সংগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এক উজ্জ্বল নাম। শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি তাই ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে ‘স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী’ উদযাপনে। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় উদযাপন কমিটির নির্দেশনা ও পরামর্শে সিলেটে বিভাগে সর্বাত্মক শ্রদ্ধার সাথে ‘স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন- বিএনপি’র সিলেট বিভাগের সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী মিজানুর রহমান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি-এ্যাডভোকেট, মুক্তিযাদ্ধা দল কেন্দ্রীয় সদস্য সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু সুনামগজ্ঞ জেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম সাজু জাতীয়তাবাদী যুবদলের সহ সভাপতি মো. আনসার উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শরীফ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুল কাদের হালিমী, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শোরমান আলী, জাতীয়তাবাদী কৃষক দল নেতা মাহবুবুর রহমান আউয়াল, জাতীয়তাবাদী মৎসজীবি দলের নেতা জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাসাস সিলেটের সভাপতি জাসিম উদ্দিন প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ