Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যশোরে ৬৬৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৭:৫০ পিএম

যশোরের ৮ উপজেলায় প্রখম ধাপে ৬শ’৬৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হচ্ছে। আগামীকাল ২৩ জানুয়ারি জমিসহ ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

চেলা প্রশাসকের বক্তব্য, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে যশোরের ৮ উপজেলায় এক হাজার ৭৩টি পরিবারকে জমিসহ নুতন ঘর দেয়া হবে। প্রথম ধাপে ৬৬৬ পরিবারকে জমি ও ঘর দেওয়া হচ্ছে।

এর মধ্যে রয়েছে, যশোর সদর উপজেলায় ২৯০টি, ঝিকরগাছায় ১৯টি, চৌগাছায় ২৫টি, মণিরামপুরে ১৯৯টি, অভয়নগরে ৫৭টি, কেশবপুরে ১২টি ও শার্শা উপজেলায় ৫০টি পরিবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ