যুবলীগের ৬ নেতা কারাগারে
সাভারে মোটরসাইকেল মহড়া দিয়ে জমি দখলের চেষ্টা ও হত্যার উদ্দেশে মারধরের মামলায় ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের ৬ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় জমি
বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মো. হাবিব হোসেন (২৪) নামের এক যুবক নিহত হন। ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি ধুমড়েমুছড়ে গিয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে একলাশপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হাবিব ওই এলাকার মোহাম্মদ সামুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে চৌমুহনী-মাইজদী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে একলাশপুর বাজারে আসছিল হাবিব। এসময় সে বাজারের কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় হাবিব। স্থানীয় লোকজন হাবিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, বিকালে মাথায় আঘাতপ্রাপ্ত ও মৃত অবস্থায় এক মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি জোবাইরুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।