করোনার টিকা নেয়ার পর মারা গেলেন কুয়েতি অভিনেতা
.jpg)
মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের করোনাভাইরাসের টিকা নেওয়ার কয়েকদিন পর ৪৮ বছর বয়সী কুয়েতের অভিনেতা
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মধ্যাঞ্চল হামায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলেও জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, শুক্রবার ভোর হওয়ার কিছুক্ষণ আগে ওই হামলা চালায় ইসরায়েল। ওই সময় প্রতিবেশী লেবাননের আকাশে উড়ছিল ইসরায়েলি যুদ্ধবিমান।
সামরিক সূত্র আরও জানায়, স্থানীয় সময় রাত ৪টায় লেবাননের ত্রিপোলী শহরের দিক থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিয়ে আগ্রাসন চালায় ইসরাইলি শত্রুরা। হামার গভর্নরের ভবনসহ আরও কিছু সরকারি স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালায়। অধিকাংশ ক্ষেপণাস্ত্র আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সূত্র : বার্তা সংস্থা সানা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।