রাণীশংকৈলে একটি নীলগাই উদ্ধার

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর তীর এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই (গরু) আটক
যশোরে ১ লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার জন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। যশোরের হামিদপুরে গতকাল বিজিবি’র ৪৯ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডলারসহ হুন্ডি ব্যবসায়ীদের আটক করে। যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, যশোরের হামিদপুরে বেনাপোলের লোকাল বাস থেকে নেমে ঢাকার বাসে উঠার অপেক্ষাকালে বিজিবি’র ৪৯ ব্যাটালিয়ন তাদের আটক করে। আটককৃত চারজন হল- যশোর বেনাপোল থানার গাতিপাড়া গ্রামের মো. সালমানের ছেলে মিঠু মন্ডল, একই থানার আচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম, যশোর সদরের ললিতাদাহ গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল রানা, সদরের নওদাগ্রামের তোরাব আলীর ছেলে রকিবুল হাসান সাগর (২০)।
বিজিবি’র কাছে প্রাথমিক জ্ঞিাসাবাদে তারা জানিয়েছে দীর্ঘদিন ধরে হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।