Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত রিয়াল কোচ জিদান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:৫২ এএম

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ‘রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ঘোষণা করছে যে, আমাদের কোচ জিনেদিন জিদান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’

কিছুদিন আগেই জিদানের কাছের একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর আইসোলেশনে চলে যান তিনি। গত কয়েকদিন ধরে জিদান ট্রেনিংয়ে আসছিলেন না।

চলতি সপ্তাহে তৃতীয় ডিভিশনের ক্লাব আলকোয়ানোর কাছে হেরেছিল রিয়াল। তারপর থেকেই জিদান চাপে ছিলেন। আগামীকাল (শনিবার) লা লিগায় আলাভেস এর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচটিতে মাঠে থাকতে পারবেন না জিদান।

আপাতত জিদানের বদলে তার সহকারী ডেভিড বেত্তোনি দায়িত্ব সামলাবেন। লা লিগার পয়েন্ট টেবিলে এখন দুই নম্বরে রয়েছে জিদানের রিয়াল। একে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে সাত পয়েন্ট পিছিয়ে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ