Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮, ০৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভাগ্নীকে কোলে নিয়ে সালমানের নাচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ৫:৪১ পিএম
অন্তিমের শ্যুটিংয়ের মাঝে একটু বিরতি। হাতে সময় পেয়েই ছোট্ট আয়াতের সঙ্গে সময় কাটালেন সালমান খান। সালমানের সঙ্গে আয়াতের সেই ভিডিও শেয়ার করেন বোন অর্পিতা খান শর্মা। অর্পিতা যখনই সালমানের সঙ্গে আয়াতের সেই ভিডিও শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে।
 
কিছুদিন আগেই অন্তিমের সেট থেকে সালমান এবং শেরার ছবি ভাইরালের পর এবার বলিউড ভাইজানের সঙ্গে দেখা যায় তাঁর ভাগ্নীকে। আয়াতকে কোলে নিয়েই নতুন ভিডিও শ্যুট করতে দেখা যায় সালমানকে। প্রসঙ্গত রাধের শ্যুটিং শেষ করে বর্তমানে অন্তিমের শ্যুট শুরু করেন সালমান খান। ছবির পাশাপাশি বর্তমানে বিগ বস ১৪-র শ্যুটিংও করে যাচ্ছেন বলিউডের এই হাই প্রোফাইল অভিনেতা।
 
অন্তিমে একজন শিখ পুলিস অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সালমান খান। এই প্রথম আয়ূষের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সালমান। আয়ূষ এবং সালমান জুটির প্রথম ছবি দেখার জন্য জোরদার জল্পনা শুরু হয়ে যায়। অন্তিমের টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সালমানকে নিয়ে আলোচনা শুরু হয়। অন্তিমের সেটে সালমানের সঙ্গে মাথায় পাগড়ি বেঁধে শেরাকে ছবি তুলতে দেখা যায়। সালমান এবং শেরার ওই ছবি দেখে অনেকেই মন্তব্য করতে শুরু করেন, এবার হয়তো বলিউড ভাইজানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও দেখা যাবে ক্যামেরার সামনে।
 
সূত্রঃ জি ২৪ ঘন্টা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ