দুদক কমিশনার পদে নিয়োগ : আলোচনায় আমলা-আধিক্য চলছে বাছাই কমিটির বৈঠক

দুর্নীতি দমন কমিশনে (দুদক) চেয়ারম্যান-কমিশনার নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির বৈঠক শুরু হয়েছে। কমিটির সভাপতি আপিল
টাঙ্গাইলের সখিপুরে সংরক্ষিত বনাঞ্চলে স্থাপিত অবৈধ ৬টি করাতকল উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারি) উপজেলার হাতিয়া রেঞ্জের হাতিয়া সদর বিটের শাহিন আহমেদ, দেলোয়ার হোসেন এবং আবু সাঈদের করাতকল ও বাজাইল বিটে মোসলেম উদ্দিন, চান মিয়া এবং রহিজ উদ্দিনের অবৈধভাবে গড়ে উঠা এ ছয়টি করাতকল উচ্ছেদ কর হয়।
অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জামাল হোসেন তালুকদার। এ সময় বন বিভাগের হাতিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আলাল খান উপস্থিত ছিলেন।
হাতিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আলাল খান জানান, উচ্ছেদ হওয়া মালামাল জব্দ করা হয়েছে। সংরক্ষিত বন রক্ষায় অবৈধভাবে গড়ে উঠা করাতকলগুলো উচ্ছেদে বন বিভাগের এ অভিযান চলমান থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।