Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে : জো বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৪:২৫ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশের অর্থনীতি বেশ কিছু অস্বাভাবিক বাধার সম্মুখিন হচ্ছে যা এড়াতে আগামী কয়েক মাসে ফেডারেল সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হবে। বাইডেন বলেন, শতাব্দীর এক চরম স্বাস্থ্য সংকটে থাকায় আধুনিক ইতিহাসে সবচেয়ে অসম চাকরী ও অর্থনৈতিক সঙ্কটের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কখনো মার্কিন নাগরিকদের ক্ষুধার্ত রাখতে পারি না। -সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন তার দেওয়া ১.৯ ট্রিলিয়ন ডলারের কোভিড সহায়তা প্যাকেজ কংগ্রেস অনুমোদন দেবে। ওই প্যাকেজে মার্কিন নাগরিকদের জন্যে সরাসরি ত্রাণ হিসেবে ৪১৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এর অন্যতম লক্ষ্য হচ্ছে ১শ মিলিয়ন মার্কিনীকে কোভিড টিকা ও বাইডেনের প্রথম ১শ দিনের শাসনামলে স্কুলগুলো খুলে দেওয়া। বাইডেন আরো বলেন, মানুষ যাতে কাজে ফিরে যেতে পারে এজন্যে আমাদের অনেক কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ