Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনায় না ফেরার দেশে জাবি শিক্ষার্থী

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১০:৫০ এএম

করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের মারুফ হোসেন মিনা নামের এক ছাত্র মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)

গতকাল রাত তিনটার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মারুফ হোসেন মিনা বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর। পরিবারে চারবোন ও দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে সে।

জানা যায়, প্রচন্ড পেট ব্যাথার কারণে বৃহস্পতিবারে মারুফ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর করোনা পরীক্ষা করা হলে গতকাল পজেটিভ আসে ও রাতেই না ফেরার দেশে চলে যান।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাস জুড়ে। তার বন্ধুরা ক্যাম্পাস জীবনের নানা স্মৃতিময় দিনের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ