Inqilab Logo

ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭, ২৩ রজব ১৪৪২ হিজরী
শিরোনাম

ঘুমের অভাবেই সোনম কাপুরের এমন ঔজ্জ্বল্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ২:৩৩ পিএম

ঘুম উড়িয়া গিয়াছে সোনম কাপুরের। প্রেমে নয়, ব্যস্ততায়। তবে ঘুমের ঘাটতিতে ডার্ক সার্কল তো দূর অস্ত, ক্লান্তির ছাপটুকুও নেই তাঁর মুখে। উল্টে উত্তরোত্তর ঔজ্জ্বল্য বেড়ে চলেছে অভিনেত্রীর। সেই খুশি জাহির করতেই, নিজের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি। দেখা যাচ্ছে শ্যুটে যাওয়ার আগে তৈরি হচ্ছেন তিনি। বিবরণে লিখেছেন, ‘কোনও মেক আপ নেই, ঘুমের অভাবেই এমন ঔজ্জ্বল্য পেয়েছি’।

আপাতত স্কটল্যান্ডের গ্লাসগোতে সোম মখিজার ‘ব্লাইন্ড’ ছবির শ্যুট করছেন অভিনেত্রী। ছবিতে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সোনমকে। এক সিরিয়াল কিলারকে কী ভাবে পাকড়াও করবে সোনমের চরিত্র, সেই গল্পই বলবে এই ক্রাইম থ্রিলার।

২০১৮ সালে ‘জোয়া ফ্যাক্টর’ ছবির পর দীর্ঘদিন বড় পর্দায় দেখা যায়নি সোনমকে। বছর তিনেক পর এই ছবির মাধ্যমে কামব্যাক করতে চলেছেন সোনম। মাঝে মধ্যেই ছবির ‘বিহাইন্ড দ্য সিন’-এর বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। কিছুদিন আগে পরিচালক সোম মখিজার সঙ্গে একটি দৃশ্যের মহড়ার ছবিও পোস্ট করেছিলেন অনিল-কন্যা।

সূত্র: আনন্দবাজার। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ