Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১৯ ফাল্গুন ১৪২৭, ১৯ রজব ১৪৪২ হিজরী
শিরোনাম

দুই বাইকআরোহীকে হানিফ ফ্লাইওভারে চাপা দিয়ে মারল বাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ২:৩৫ পিএম

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আক্তার হোসেন (৩৭) ও মফিজুলকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান এ তথ্য জানান। আব্দুল খান আরো জানান, ‘গুলিস্থানের কাছাকাছি হানিফ ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। সে সময় একটি বাস তাদেরকে চাপা দেয়। সেখান থেকে তাদেরকে বিকেল ৫টার পর ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) তামান্না আক্তার জানান, ‘এ ঘটনায় ওই বাসটিকে জব্দ করা হয়েছে। বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য লাশগুলোকে এখন মর্গে রাখা হয়েছে।' 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা

২৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ