Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

দৌলতখানে বিএনপির কর্মী ও সমর্থকের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৪:১১ পিএম

ভোলার দৌলতখানে বিএনপির মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিএনপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন কাকন অভিযোগ করে বলেন, শনিবার রাতে তার বাসা থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক গোলাম মোর্শেদ কুট্টি ও যুবদল নেতা জুয়েল মাহমুদ জুলু ফেরার পথে হালিম সাহেবের দীঘির পাড়ে পৌঁছালে একদল মুখোশধারী দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দুর্বত্তরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে পুকরে ফেলে দেয়। তিনি বলেন, এর আগেও নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর সমর্থকরা তার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে। এ ব্যাপারে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ