Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

রংপুরে ড. ওয়াজেদ মিয়া’র ৮০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া’র ৮০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আগামী ১৬ ফেব্রæয়ারি রংপুরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার রংপুর প্রেসক্লাব কমপ্লেক্সের তৃতীয় তলায় ড. ওয়াজেদ স্মৃতি সংসদ (ডিডব্লিউএসএস)- এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির কার্যকরি কমিটির এক সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় প্রতিবারের মত সদস্যদের নিজস্ব অর্থায়নে কর্মসূচির ব্যয় মিটানোর ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সহ-সভাপতি এডভোকেট জিতেন্দ্র নাথ রায়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম সম্পাদক এলাহী ফারুক এবং এডভোকেট ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাজ্জাদ-উর-জামান সানজু, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা শিরিন নিপা, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম প্রামানিক, সহকারী দপ্তর সম্পাদক আলী জহুর মন্টু, অর্থ সম্পাদক বেলাল হোসেন, সহ-সাহিত্য সম্পাদক মো. হাসান আলী প্রমুখ।

সভায় বিস্তারিত আলোচনা শেষে করোনাভাইরাস মহামারীকালীন পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় পীরগঞ্জের ফতেপুরে মরহুমের কবর জিয়ারত পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মুনাজাতে অংশগ্রহণ। বাদ আছর রংপুর মহানগরীর কেরামতিয়া জামে মসজিদ ও কোর্ট মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রয়াত ড. এম. এ ওয়াজেদ মিয়া’র বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রেসক্লাব কমপ্লেক্সে অবস্থিত ডিডবিøউএসএস-এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকার। আয়োজিত সকল অনুষ্ঠানে স্মৃতি সংসদের সকল সদস্যকে যথাসময় উপস্থিত থাকার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ