লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার সামনে প্রাইভেটকার উল্টে আহত ২
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অতিরিক্ত গতির কারণে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় ২ জন গুরুতর আহত
নওগাঁর ধামইরহাট থানা পুলিশ উপজেলা পরিষদের পশ্চিম গেইট সংলগ্ন খাদ্যগুদামের পাশে যাত্রী ছাউনি থেকে রোববার সকালে অজ্ঞাত (৫৮) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। তার মুখে সাদা দাড়ি ছিল এবং লাল রঙের চেক শার্ট ও লুঙ্গি পরিহিত ছিলেন।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে মানষিক ভারসাম্যহীন ওই বৃদ্ধকে উপজেলা সদরে অসুস্থ্য অবস্থায় ঘুরতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার চিকিৎসা করানো হয়। পরে তাকে ওই যাত্রিছাউনিতে রাখা হয়। রোববার ভোরে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।