Inqilab Logo

ঢাকা, সোমবার ২০ মে ২০১৯, ০৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৪ রমজান ১৪৪০ হিজরী।

অনেক দিন পর অভিনয়ে সীমানা

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিয়ের আগে অভিনেত্রী সীমানাকে অভিনয়ে নিয়মিত দেখা গেলেও এখন আর আগের মতো নিয়মিত নন তিনি। তবে এবারের ঈদে দর্শক সীমানাকে বাংলাদেশ টেলিভিশনের একটি নাটকে দেখা যাবে। নাটকের নাম ‘অচেনা পথ’। এটি রচনা করেছেন ফজলুল করিম এবং নির্মাণ করেছেন মুনীর আহমেদ। এতে কলেজপুড়য়া মেয়ে জারা’র চরিত্রে অভিনয় করেছেন সীমানা। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। অনেকদিন পর ঈদ নাটকে অভিনয় প্রসঙ্গে সীমানা বলেন, ‘গল্পটা ভালো। বলা যায় আমাকে ঘিরেই নাটকের গল্প। যে কারণে কাজটি করেছি। ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন রাইসুল কবির, ঝুনা চৌধুরী, শিরীন বকুল প্রমুখ। ঈদেই ‘অচেনা পথ’ বিটিভিতে প্রচার হবে। এদিকে গত ঈদের আগে সীমানা অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত ‘হঠাৎ রোদ্দুর’ নাটকটি এটিএন বাংলায় প্রচার হয়েছে। তবে অভিনয়ে এখন নিয়মিত নেই কেন? এমন প্রশ্নের জবাবে সীমানা বলেন, ‘নতুন কিছুর জন্য অপেক্ষা করছি। দেখা যাক দর্শককে নতুন কিছু দেয়া যায় কি না’। সীমানা অভিনীত প্রথম সিনেমা ছিল তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’। এরপর তাকে আর কোনো সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি। এদিকে সঙ্গীতশিল্পী পারভেজের সঙ্গে সীমানা বেশ সুখেই আছেন বলে জানালেন। সীমানা বলেন, ‘পারভেজ আমার জীবনের আশীর্বাদ। তাকে পাশে পেয়ে আমি খুব খুশি। সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি।’ সীমানা জানান, শিগগিরই তিনি নতুন ডেইলি সোপ’-এ কাজ শুরু করবেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন