Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অনিশ্চিত প্রিমিয়ার হকি লিগ!

জাতীয় দলের ক্যাম্প স্থগিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ৭:৪১ পিএম

সবকিছু ঠিকঠাক মতই চলছিল। এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাকে সামনে রেখে প্রায় দুই সপ্তাহ অনুশীলনে মগ্ন ছিলেন বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড়রা। কিন্তু হঠাৎ গত শুক্রবার এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি স্থগিত ঘোষণা করায় জাতীয় দলের ক্যাম্পও স্থগিত করতে বাধ্য হলো বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

এএইচএফ শুক্রবার তাদের ওয়েবসাইটে টুর্নামেন্টের নারী ও পুরুষ বিভাগের খেলা স্থগিতের ঘোষণা দিলেও বাহফে আনুষ্ঠানিকভাবে তা জেনেছে রোববার। তাই সোমবার পর্যন্ত অনুশীলন করেছিলেন জাতীয় দলের খেলোয়াড়রা। ওইদিনই বাহফে ক্যাম্প বন্ধের সিদ্ধান্ত নেয়। ফলে মঙ্গলবার সকাল থেকে ক্যাম্প ছাড়া শুরু করেন রাসেল মাহমুদ জিমিরা। এ প্রসঙ্গে বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন,‘স্থগিত টুর্নামেন্ট হয়তো আগামী সেপ্টেম্বর-অক্টোবর অনুষ্ঠিত হবে। আমাদের পক্ষে এতোদিন ক্যাম্প চালানো সম্ভব নয়। ফলে আমরা ক্যাম্প স্থগিত করেছি। খেলোয়াড়রা কেউ নিজ বাড়িতে যাচ্ছেন, কেউ বা সার্ভিসেস বাহিনীর ক্যাম্পে যোগ দিচ্ছেন।’

প্রথম দফায় গত বছরের ১৭ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ ছয় দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্টের নতুন দিনক্ষণ নির্ধারণ হয় আগামী ১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত। মূলত জাপান ও দক্ষিণ কোরিয়া বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্ট দ্বিতীয় দফা পেছাতে বাধ্য হয়েছে এএইচএফ।

এদিকে জাতীয় দলের ক্যাম্প স্থগিত হলেও অনিশ্চিত ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ। এই লিগ কবে টার্ফে গড়াবে তা নিশ্চিত করে বলতে পারেননি মোহাম্মদ ইউসুফ। করোনাকালেই স্কুল টুর্নামেন্ট, নারী ও বয়সভিত্তিক টুর্নামেন্ট টার্ফে গড়ালেও প্রায় তিন বছর ধরে হচ্ছেনা প্রিমিয়ার লিগ। ২০১৮ সালে সর্বশেষ এই লিগ অনুষ্ঠিত হয়েছিল। লিগ নিয়ে ইউসুফ বলেন,‘আমরা চেষ্টা করছি প্রিমিয়ার লিগ আয়োজনের। সহসাই লিগ কমিটির সভা ডাকবো। তবে সবকিছু বিবেচনায় ঈদের আগে হয়তো দলবদল কার্যক্রম করা সম্ভব হবে না।’

বাহফের পরবর্তী পরিকল্পনা নিয়ে তার কথা,‘আমরা আগামী মাসে শহীদ স্মৃতি টুর্নামেন্ট করবো। এপ্রিলের আগে একটি নারী টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের।’

আগামী ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। এই গেমসের হকিতে পুরুষ ও নারী দু’বিভাগেই খেলা হবে।

বাংলাদেশ গেমস নিয়ে ইউসুফ বলেন,‘বাংলাদেশ গেমস হকির নারী বিভাগে ছয়টি দল খেলবে। ছয়টি দল শুধু জেলা ভিত্তিক হবে। পুরুষ বিভাগে খেলবে ১২টি দল। এর মধ্যে জেলা ও সার্ভিসেস দল অন্তর্ভুক্ত থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ