Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিণ চীন সাগরের লেইঝো উপদ্বীপে উপসাগরীয় অঞ্চলে সামরিক মহড়া করবে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১০:৩৭ পিএম

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া করবে চীন। কিছুদিন আগেও চীন অভিযোগ করেছিলো প্রায়শই তাদের সমুদ্রসীমায় প্রবেশ করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। এরপরেই মঙ্গলবার চীন মহড়ার ঘোষণা দেয়। দেশটির মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন একটি নোটিশে উল্লেখ করে ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লেইঝো উপদ্বীপের উপসাগরীয় অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে মহড়ার সময়সীমা উল্লেখ করা হয়নি। চীন ‘নাইন ড্যাশ লাইনের পর সাগরের পুরো এলাকা সম্পূর্ণটি নিজেদের দাবি করে আসছে। -বিবিসি

একই অঞ্চলকে ভিয়েতনাম, মালেয়শিয়া, ফিলিপাইন, ব্রুনাই এমনকি তাইওয়ানও নিজেদের দাবি করছে। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছিল, দক্ষিণ চীন সাগরে অন্য কারও উপস্থিতি হবে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো। আর এ কাজ থেকে বিরত থাকতে বেইজিং হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটনকে। মালিকানা নিয়ে বিতর্ক থাকা দক্ষিণ চীন সাগরের একটি বড় অংশ নিজের বলে দাবি করে আসছে চীন। এ ছাড়া কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম একটি দ্বীপ তৈরি করছে দেশটি।

মার্কিন ওই রণতরি ইউএসএস কার্ল ভিনসনকে দক্ষিণ চীনে সর্বশেষ দেখা গিয়েছিল দুই বছর আগে, মালয়েশিয়ার নৌ ও বিমানবাহিনীর সঙ্গে মহড়ার সময়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ