ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরাম থেকে ইনকিলাব সাংবাদিক আবদুল অদুদকে সংবর্ধনা

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক ও ঢাবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার উলিপুর উপজেলার পাঁচপীর কেরামতিয়া মাদরাসা প্রাঙ্গণে জেলার নয়টি উপজেলার মাদরাসার আড়াইশ নৈশ প্রহরীকে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মো. শাব্বির আহমেদ মোমতাজী। এ সময় সংগঠনের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মো. হাদিউজ্জামান, জেলা মোদার্রেছীন এর সভাপতি প্রিন্সিপাল মাওলানা মো. শফিকুর রহমান, প্রিন্সিপাল মাওলানা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ইসলামের সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও আজকের প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।