Inqilab Logo

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

প্রজাতন্ত্র দিবসে উল্টোভাবে জাতীয় পতাকা উত্তোলনে ব্যাপক সমালোচনার মুখে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ৪:২৮ এএম

ভারতের প্রজাতন্ত্র দিবসে উল্টা করে জাতীয় পতাকা উত্তোলনে ব্যাপক সমালোচনার মুখে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।প্রজাতন্ত্র দিবসে বীরভূম জেলার রামপুরহাটের দলীয় কার্যালয়ে পতাকা উল্টো করে উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। -আনন্দবাজার
উত্তোলন এর কিছুক্ষণ পর দিলীপ সহ উপস্থিত সবাই লক্ষ্য করে জাতীয় পতাকা উল্টা করে উত্তোলিত হয়েছে। তাৎক্ষনিক নিজ হাতেই পতাকা ঠিক করে নেন দিলীপ। এ বিষয়ে তার সাথে যযোগাযোগ করা হলে তিনি বলেন এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। পতাকা উত্তোলন এর সময় তা ঠিক আছে কি না, যাচাই করেন নি তিনি। তবে জাতীয় পতাকাকে অসম্মান করা উপস্থিত কারো উদ্দেশ্য ছিলো না। তিনি পরবর্তীতে দায়িত্বরত সকলকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য বলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ