মাদক বিক্রিতে বাধা দেওয়ায় খুন

রাজশাহীর মোহনপুরে কোব্বাস আলী (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আটটার
নওগাঁ পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী একটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার পৌর এলাকার চকরাম চন্দ্র গ্রামে নির্বাচনী ক্যাম্পের কর্মীরা নির্বাচনী প্রচারণা কাজ সম্পন্ন করে রাতে বাড়ি চলে গেলে ওই রাতেই আনুমানিক রাত ২ টার দিকে ওই ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সংবাদটি স্থানীয় কর্মীরা আওয়ামী লীগের প্রার্থী নির্মল কৃষ্ণ সাহাকে জানালে তিনি ঘটনাটি নওগাঁ সদর মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি সোহরাওয়ার্দি হোসেন জানান, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।