চৌগাছায় ধর্ষণ মামলার আসামির আত্মহত্যা!

যশোরের চৌগাছায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান (৫৫) কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। বাড়ির পাশের মাঠে
রাজশাহীর চারঘাটে ট্রাক্টর চাপায় রজিবুর ইসলাম (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। সে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘি গ্রামের হাছেন গায়েনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ট্রাক্টর চালক রজিবুল শলুয়া ইউনিয়নের চোকার বিল থেকে মাটি নিয়ে বামনদিঘি গ্রাম দিয়ে যাওয়ার সময় মন্ডলপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে চারঘাট থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।