আজ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন

আজ (২৭ ফেব্রুয়ারী) শনিবার অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন। ডান-বাম দুই প্যানেলে
কক্সবাজার শহরতলীর খুরুস্কুলে জমি বিরোধের জের ধরে মুজিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৩টারর দিকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধ মুজিবুর রহমানের সাথে তার ভাতিজা মোঃ সেলিমের বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা সেলিম চাচা মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে। পরে সদর হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।