Inqilab Logo

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী
শিরোনাম

চুক্তিতে আগে ইরানের প্রত্যাবর্তন চায় যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

ওয়াশিংটনের আগে অবশ্যই তেহরানকে ‘ইরান পারমাণবিক চুক্তি’ মেনে চলা শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তেহরান মেনে চলা শুরু করলে ওয়াশিংটনও তাই করবে বলে বুধবার জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে ইরানের বিষয়ে মন্তব্য করলেন ব্লিংকেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির পুনরুক্তি করে ব্লিংকেন বলেন, “যদি ইরান জেসিপিওএ-তে (জয়েন্ট কমি্প্রহেনসিভ প্লান অব অ্যাকশন) বেঁধে দেওয়া বাধ্যবাধকতাগুলো পুরোপুরি মেনে চলা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্রও একই কাজ করবে।” ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে তাদের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বদলে নিজেদের পারমাণবিক কর্মস‚চী হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। আনুষ্ঠানিকভাবে চুক্তিটি জয়েন্ট ক¤িপ্রহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত। ২০১৮ সালে ডেনাল্ড ট্রাম্প ওয়াশিংটনকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেন। এর জেরে ইরানও চুক্তির শর্ত লঙ্ঘন করা শুরু করে। ইরান চুক্তিতে ফিরে এলে ওয়াশিংটন ‘দীর্ঘ ও শক্তিশালী চুক্তি’ তৈরি করার চেষ্টা করবে তাতে অন্যান্য ‘গভীর সমস্যাজনক’ ইস্যুগুলোও থাকবে বলে জানিয়েছেন ব্লিংকেন। রয়টার্স। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন