Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লেবাননের ত্রিপলিতে আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ৯:৫৬ পিএম

ত্রিপলিতে লকডাউনের মাঝেই সাধারন জনতার আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় জনগনকে প্রয়োজনীয় সহায়তা করেনি সরকার। বুধবার আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’ জানায় আহত শতাধিক আন্দোলনকারীদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। -আল-জাজিরা

দেশটির নিরাপত্তা বাহিনী আইএসএফ জানায় আন্দোলনকারীরা তাদের উপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করলে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য গুরুতর আহত হয়।বিপরিতে হামলাকারীদের উপর ‘জীবন রক্ষার্থে গুলিবর্ষণ আইন’ প্রয়োগ করা হয়। তবে আইএসএফের উপর গ্রেনেড হামলার সত্যতা নিশ্চিত করতে পারছে না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আন্দোলনকারিদের ছত্রভঙ্গ করার জন্য কয়েক দফায় টিয়ার গ্যাস এবং জলকামান এর প্রয়োগ করা হয়েছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ