Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবৈধ সোনা চোরাচালান তিনজনের ১৪ বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১১:৩৪ পিএম

রাজধানীর বিমানবন্দরে ৬২ কেজি সোনা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তিন সোনা চালানকারীর ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাদন্ড দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামান।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে ২ ফেব্রæয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬২ কেজি ৭৭৪ গ্রাম স্বর্ণের বারসহ আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামানকে গ্রেফতার করা হয়। পরে ওই তিন সোনা চোরাচালানকারীকে আসামি করে রাজধানীর বিমানবন্দর থানায় ২০১৫ সালের ৩ ফেব্রæয়ারি সহকারী রাজস্ব কর্মকর্তা মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ২০১৮ সালের ৪ অক্টোবর মামলটির অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ