Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চার শিক্ষকের বদলি ঠেকাতে বিক্ষোভ

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়া ভোকেশনাল টেক্সটাইল ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ৪ শিক্ষকের বদলি ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের আশ্বাসে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে ফিরে যায়। শিক্ষার্থী সুমন দাড়িয়া, আশিকুর খান, মোবিন শিকদার, বনানী দাস, মোহনা খানম সাংবাদিকদের বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ৭ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষক অশোক কুমার বাইন, সহকারী দক্ষ পরিচালক শাহাবুদ্দিন, ল্যাব এসিষ্টেন্ট সেলিমুজ্জামান খান ও প্রশিক্ষক শাহজাহান মিয়াকে এক সঙ্গে বদলী করা হয়েছে। এর দুই মাস আগে ভাষা শিক্ষা বিভাগের শিক্ষক জুলফিকার আলী মুরাদ ও অফিস রক্ষক লুৎফর রহমানকে বদলি করা হয়। অফিস রক্ষক লুৎফর রহমান অফিসের কাজের ফাঁকে ফাঁকে আমাদের ক্লাস নিতেন। ওই দুটি পদ এখনও শূন্য রয়েছে। এর মধ্যে ৪ শিক্ষককে বদলি করায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই শিক্ষকদের বদলীর আদেশ বহাল রাখলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার শিক্ষকের বদলি ঠেকাতে বিক্ষোভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ