Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষ পেলেন শওকত চৌধুরী

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০৭ পিএম

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেলেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত নীলফামারী-৪ আসনের সাবেক এমপি শওকত চৌধুরী। গত শনিবার (৩০জানুয়ারি) কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে দলে সদ্য যোগদানকারী সাবেক এ জাপা (এরশাদ) নেতার মনোনয়ন চূড়ান্ত করা হয়। ত ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে এ পৌরসভার নির্বাচনে ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দুই দিন আগে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার মারা যান। এ কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ২৮ ফেব্রæয়ারী ভোট নেওয়ার দিন ধার্য করা হয়। ৫ম ধাপের নির্বাচনে এ পৌরসভায় মেয়র ও ১২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের জন্য ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ , ৪ ফেব্রæয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রæয়ারি এবং প্রতিক বরাদ্দ দেয়া হবে ১২ তারিখ।উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম আখতার হোসেন বাদলের সহধর্মিনী রাফিকা আকতার জাহান বেবী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে শিল্পপতি সিদ্দিকুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকে নুরুল হুদা ও মোবাইল ফোন প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ