Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তালেবান হামলায় নিহত ৮ আফগান নিরাপত্তা কর্মী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি প্রতিরক্ষা ঘাঁটিতে গাড়ি ভর্তি বিস্ফোরক চালিয়ে দেওয়ায় আট নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। শনিবারের এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তিতে সহিংসতা কমানো এবং আল কায়েদার সঙ্গে সম্পর্ক কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয় তালেবান। তবে সম্প্রতি ওয়াশিংটন অভিযোগ করেছে তালেবান ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। এর দুই দিনের মাথায় আফগান নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালালো বিদ্রোহী গোষ্ঠীটি। নানগারহারের গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিস্ফোরক ভর্তি একটি হাম্ভি গাড়ি নিয়ে প্রতিরক্ষা ঘাঁটিতে ঢুকে পড়ার চেষ্টা চালায় এক আত্মঘাতী হামলাকারী। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে সেখানেই গাড়িটি বিস্ফোরণ ঘটানো
হয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ