Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন ধারা সৃষ্টি করতে চাই

নবনির্বাচিত চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

সবার পরামর্শ এবং সমন্বিত প্রচেষ্টায় সিটি কর্পোরেশন পরিচালনায় নতুন ধারা সৃষ্টি করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, সন্ত্রাস-মাদক নির্মুল, খাল-নালা উদ্ধার ও পাহাড় সুরক্ষায় কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, দীর্ঘদিন রাজনীতি করে আসছি। মানুষের কল্যাণে রাজনীতি করছি, লোভ-লালসা নেই। মেয়রের চেয়ারে বসেও তার ব্যতিক্রম হবেনা। সব সমস্যা সমাধান একসাথে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তবে আমি নতুন ধারার প্রবর্তন করবো। সব শ্রেণির প্রতিনিধিদের নিয়ে একটি পরামর্শক কমিটি করা হবে। সকলের পরামর্শে এবং নগরবাসীর কল্যাণে যা প্রয়োজন হবে তাই গ্রহণ করবো।
তিনি বলেন, নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম আমাদের অবহেলায় ধ্বংস হয়েছে। আমরা অর্থনীতির স্বার্থে চট্টগ্রামকে ধ্বংস করছি। মহানগরীর অতীত গৌরব ফিরিয়ে আনতে হলে নগরীর খালগুলো উদ্ধার ও পুনঃখনন করতে হবে। দখলবাজ যেই হোক এই বিষয়ে কঠোর অবস্থানে থাকবো। পরিকল্পিত মহানগর গড়ে তোলার জন্য কাজ করবো।
মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, গণমাধ্যমের সংবাদে প্রতিষ্ঠানের সমালোচনা হওয়া উচিৎ, ব্যক্তির নয়। প্রতিষ্ঠানের সমালোচনা মানে মেয়রের সমালোচনা নয়। সাংবাদিকরা সৎ সাহস নিয়ে সঠিক তথ্য তুলে না ধরলে প্রতিষ্ঠান নির্জীব হয়ে যায়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ