Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কন্যাকে হত্যার দায়ে ঘাতক মা জেলহাজতে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাড়ে তিন মাস বয়সের শিশু কন্যা নুর হাওয়াকে হত্যার দায়ে গ্রেফতারকৃত ঘাতক মা তানজিনাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন পুলিশ। গতকাল সোমবার তানজিনাকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করেন। এ ঘটনায় শিশুর পিতা একটি হত্যা মামলা করেন। আটক মায়ের স্বীকারোক্তি মোতাবেক গত রোববার বিকালে পুলিশ নিজ বাড়ির টয়লেট থেকে শিশুর লাশ উদ্ধার করেন।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার সকালে প্রতিদিনের ন্যায় পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর ধুমাইটারী গ্রামের ব্যবসায়ী নুরুল ইসলাম বাসা থেকে বের হন। সন্ধ্যায় বাড়িতে ফিরে শিশুটি কন্যাকে দেখতে না পেয়ে স্ত্রী তানজিনাকে জিজ্ঞাসা করেন।
শিশুটি সন্ধ্যার পর হারিয়ে যায় বলে স্বামীকে জানালে তিনি প্রতিবেশিদের নিয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতেই থানায় একটি অভিযোগ করেন। নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে আহাজারি ও কান্নায় ভেঙে পড়েন তার বাবা ও পরিবারের লোকজন। এরপর পুলিশ শিশুকে উদ্ধারে তদন্ত চালায়। একপর্যায়ে সন্দেহ হলে শিশুর মাকে আটক করে থানায় নিয়ে যান। থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে মা তানজিনা তার শিশু কন্যা নুর হাওয়াকে হত্যা করে টয়লেটে ফেলে দেয়ার স্বীকারোক্তি দেন। এ সময় মানসিক ভারসাম্যহীন হয়ে শিশুটিকে হত্যা করেছেন বলে স্বীকার করেন অভিযুক্ত তানজিনা। এরপর তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেট থেকে রোববার বিকালে পুলিশ শিশু নুর হাওয়ার লাশ উদ্ধার করেন। পুলিশ শিশুর সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ওসি আব্দুল্লাহিল জামান এ বিষয়টি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ