ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

ঢাকার সাভারে থেমে থাকা একটি পেঁয়াজ বোঝাই ট্রাকের পিছনে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় দুই জন
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার পঞ্চম ধাপের তফসীল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে। মঙ্গলবার শেষ দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেয়র পদে ৪ জন, কাউন্সিলর (পুরুষ) পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এবারের নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আ’লীগের নৌকার প্রার্থী বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, বিএনপি ধানের শীষের প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ¦ মাহবুবার রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার নুরুল ইসলাম ও স্বতন্ত্র স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের ভাই এনামুল হক ইমান।
এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে পুরুষ কাউন্সিলর পদে জমা দিয়েছেন- ১ নং ওয়ার্ডে- ৬ জন, ২ নং ওয়ার্ডে- ১০ জন, ৩ নং ওয়ার্ডে- ৬ জন, ৪ নং ওয়ার্ডে- ৭ জন। ৫ নং ওয়ার্ডে- ২ জন, ৬ নং ওয়ার্ডে- ৭ জন। ৭ নং ওয়ার্ডে- ৪ জন, ৮ নং ওয়ার্ডে- ৮ জন এবং ৯ নং ওয়ার্ডে- ২ জন। এছাড়াও মহিলা সংরক্ষিত ১ নং ওয়ার্ডে - ৪ জন, ২ নং ওয়ার্ডে- ১ জন এবং সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে- ৫ জন মনোনয়নপত্র জমা প্রদান করেছেন ।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ শেষ হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৪ ফেব্রয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই, ১১ই ফেব্রয়ারী প্রত্যাহার ও ২৮ ফেব্রয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।